রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

এফবিআইকে ঘুষ দিয়ে বাংলাদেশি আটক

বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন রিজভী আহমেদ সিজার (৩৪) নামে এক বাংলাদেশি যুবক। একই সঙ্গে আটক করা হয়েছে এফবিআইয়ের এক কর্মকর্তাসহ আরও দুজনকে। তারা যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট থেকে গোপনীয় তথ্য বের করার চেষ্টা চালাচ্ছিলেন। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে শুক্রবার এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজ। জাস্টিস ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘুষ দিয়ে রিজভী আহমেদ ও বাংলাদেশি রাজনৈতিক নেতার নিজের ও তার সহযোগীদের বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছিলেন। জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশি এই রাজনৈতিক ব্যক্তিত্বকে নেতা কিংবা নেত্রী হিসেবে উল্লেখ করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এই বাংলাদেশি নাগরিক বিরোধী দলের সঙ্গে যুক্ত বলেই উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় আটক অন্য দুজন হচ্ছেন রবার্ট লাস্টিক (৫০) ও জোহানেস থালের (৪৯)। এদের মধ্যে লাস্টিক এফবিআইয়ের হোয়াইট প্লেইনস রেসিডেন্ট এজেন্সির সদস্য। থালের তার বন্ধু। এই থালেরের মাধ্যমেই রিজভী আহমেদ ওরফে সিজার ঘুষ দিয়ে তথ্য বের করার চেষ্টা চালিয়েছিলেন। এফবিআইতে নিজের পদবি বলে অভ্যন্তরীণ আইন প্রয়োগ বিষয়ক যেসব নথিপত্র লাস্টিকের আওতাভুক্ত সেগুলো পেতে চেয়েছিলেন সিজার। শুক্রবার গ্রেফতার করা হয় সিজার ও থালেরকে। সেদিনই হোয়াইট প্লেইনসের কেন্দ্রীয় আদালতের বিচারক জর্জ এ ইয়ানথিসের আদালতে তাদের হাজির করা হয়। এই তিনজনের বিরুদ্ধেই চারটি অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর