রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

\\\'কোরআনের শাসন না থাকায় খুন অপহরণ বেড়েই চলেছে\\\'

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর বলেছেন, পবিত্র রজমান মাসে কোরআন নাজিল হয়েছিল সব অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কোরআনের শাসন না থাকার কারণেই আজ মানুষের মাঝে চরম অস্থিরতা বিরাজ করছে। খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ বেড়েই চলেছে। তিনি বলেন, কোরআনের শাসন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। গতকাল রাজধানীর বাসাবোতে শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ে ইসলামী সমাজ আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন। সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আবু জাফর মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ ইয়াসিন, সোলায়মান কবীর, মুফতি আরিফুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর