শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধে নতুন জোট

সমাজে বাল্যবিয়ে বন্ধে একত্রে কাজ করার প্রত্যয় নিয়ে কয়েকটি বেসরকারি সংস্থার সমন্বয়ে একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল বিকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে গোলটেবিল বৈঠকে জোটের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমেদ মোশতাক রাজা চৌধুরী, মহিলা পরিষদ সভাপতি আয়েশা খানম, তথ্য কমিশনের কমিশনার অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাকের পরিচালক শীপা হাফিজা। ব্র্যাক ছাড়া জোটের অন্য সদস্য সংস্থাগুলো হলো- ব্লাস্ট, কেয়ার বাংলাদেশ, এফপিএবি, আইসিডিডিআরবি, মেরি স্টোপস বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, প্লান বাংলাদেশ, পপুলেশন কাউন্সিল, হোয়াইট রিবন ক্যাম্পেইন, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এবং ইয়ুথ ফোরাম প্রোমোটিং অ্যাকসেস টু ডেভেলপমেন্ট। 
জোটের পরিধি আরও বাড়ানো হবে। সুলতানা কামাল বলেন, সব মানুষ যদি সচেতন না হয় তাহলে বাল্যবিয়ে বন্ধ করা যাবে না। বাল্যবিয়েমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহবান জানান তিনি। আয়েশা খানম বলেন, দারিদ্র্য, অশিক্ষা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয় বাল্যবিয়েকে টিকিয়ে রেখেছে। আহমেদ মোশতাক রাজা চৌধুরী বলেন, বাল্যবিয়ের কারণে শুধু শিশু বা তার পরিবারই ক্ষতিগ্রস্ত হয় না, এতে দেশ হয় অপুষ্টি ও মেধাহীন প্রজন্মের উত্তরাধিকারী।

সর্বশেষ খবর