শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা
মিল্কি হত্যা

ফরিদ তিন দিনের রিমান্ডে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন খান ওরফে মিল্কি হত্যা মামলার আসামি ডা. দেওয়ান মোহাম্মদ ফরিদ উল্লাহকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজিমুর রশিদ গতকাল আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। এ সময় আসামির আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মিল্কি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। প্রাথমিকভাবে এ মামলার সঙ্গে এই আসামির সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। হত্যার আসল রহস্য উদ্ঘাটনে তার সঙ্গে আর কারা জড়িত এ বিষয়ে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
২৯ জুলাই রাতে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন খান ওরফে মিল্কিকে গুলশানে শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত মিল্কির ভাই মেজর রাশিদুল হক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর