শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

লক্ষ্মী পূজা উদযাপন

ধন-সম্পদ-ঐশ্বর্যের দেবী লক্ষ্মী। সুখে-শান্তিতে বাস করতে অর্থের প্রয়োজন। তাই সবাই চান ধন-সম্পদে থেকে পরিবার-পরিজনসহ জীবন ধারণ করতে। আর এই ধন সম্পদের জন্য হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লহ্মী পূজা গতকাল পালিত হয়েছে। এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশের মন্দির ও মণ্ডপে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশের মন্দির ও মণ্ডপের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশে লহ্মী পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়। পূজা-অর্চনার পাশাপাশি ঘর-বাড়ির আঙিনায় আঁকা হয় লহ্মীর পায়ের ছাপের আল্পনা। সন্ধ্যায় মন্দির ও মণ্ডপে মণ্ডপে বিশেষ আলোকসজ্জা করা হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সন্ধ্যা ৭টায় পূজা অনুষ্ঠিত হয়। এরপর ভক্ত ও পূজারীরা সেখানে অঞ্জলি প্রদানে অংশ নিয়েছেন।

রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরেও ছিল অনুরূপ কর্মসূচি। এছাড়া রাজধানীর রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধা মাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং পুরনো ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লহ্মী পূজা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর