শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

দুই লাখ বছরের পুরনো মানুষের মাথার খুলি!

দুই লাখ বছরের পুরনো মানুষের মাথার খুলি!

অতীতে মানুষ দেখতে কেমন ছিল- এ প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া প্রাণীবিজ্ঞানীরা। বেশ কয়েকবার মাটি খুঁড়ে আনা হয়েছে মানুষের কঙ্কাল। পরীক্ষা করে একেক সময় একেক তথ্য সংযোজন করেছেন গবেষকরা।

এবার চমকে ওঠার মতো তথ্য দিয়েছেন অ্যানথ্রোপোলজিক্যাল ইনস্টিটিউট জুরিখের গবেষকরা। তারা দাবি করেছেন, মানুষের ২ লাখ বছরের পুরনো মাথার খুলি পাওয়া গেছে। তাদের বক্তব্য সঠিক হলে পাল্টে যাবে সব হিসাব-নিকাশ।

এই মাথার খুলি পর্যবেক্ষণ করে তারা জানান, অতীতে মানুষের মুখের গড়ন খুব একটা ভিন্ন রকম ছিল না। তবে দাঁত ছিল তুলনামূলক বড় এবং মুখ ছিল লম্বাটে।

 

 

সর্বশেষ খবর