শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ড. ইউনূসের বক্তব্য অনাকাঙ্ক্ষিত : নানক

ড. ইউনূসের বক্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ড. ইউনূস বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ভাষায় কথা বলেছেন। তার মতো ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য জাতির জন্য অত্যন্ত দুঃখজনক, অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫০তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ড. ইউনূস বিরোধীদলীয় নেতাদের ভাষায় রাজনৈতিক বক্তব্য দিয়ে উন্মাদনা সৃষ্টি করতে চাচ্ছেন। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে কোনো উন্মাদনার স্থান নেই। শেখ রাসেলসহ ১৫ আগস্টের পলাতক খুনিদের খুঁজে পাওয়া মাত্রই দেশে ফিরিয়ে এনে বাকি রায় কার্যকর করা হবে বলে জানান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাশ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, যুবলীগের শেখ হারুন-অর-রশিদ, কৃষক লীগের শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, যুব মহিলা লীগের অধ্যাপিকা অপু উকিল, ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা প্রমুখ।

সর্বশেষ খবর