ঈদের আগের দিন রাজধানীর কমলাপুরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বম্ব খোয়ালেন ৯ গরু ব্যবসায়ী এদের মধ্যে অচেতন অবস্থায় জহিরুল হক, আব্দুর রাজ্জাক ও হযরত আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাদের কাছ থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ২৫ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তারা। এদিকে ঈদের পরদিন বৃহস্পতিবার সকালে হাতিরপুল এলাকা থেকে নুরুজ্জামান সোহেল (২৭) নামে এক মৌসুমি চামড়া ব্যবসায়ীকে গুলি করে ৭০ হাজার টাকা নিয়ে গেছে।
অচেতন ব্যবসায়ীদের এক সহকর্মী সাইফ রেজা জানান, তারা সিরাজগঞ্জ চাচা ভাতিজা ডেইরী ফার্ম থেকে ৪০টি গরু নিয়ে ঢাকার কমলাপুর হাটে আসেন। এর মধ্যে তাদের ৩৫টি গরু বিক্রি হয়। যার আনুমানিক মুল্য ২৫ লাখ টাকা। ঈদের আগের দিন মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তারা সবাই ভাত খায়। পরে ভোর রাতে তারা কয়েকজন অচেতন হয়ে পড়েন। সে সময় আব্দুর রাজ্জাক ও হযরত আলীর সঙ্গে থাকা টাকার ব্যাগটি কাটা দেখতে পায়।
মতিঝিল থানার এসআই আবু হানিফ ও শাহজাহানপুর থানার এসআই কাদির জানান, এমন ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেননি। অভিযোগ করলে আমলে নেওয়া হবে।এদিকে আহত সোহেল জানান, তিনি হাতিরপুলে মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। গত বৃহস্পতিবার ঈদের পরদিন চামড়া ব্যবসার জন্য তিনি ৭০ হাজার টাকা নিয়ে চামড়া কিনতে বের হন। সকাল সাতটার দিকে পরিবাগ ফুটওভার ব্রীজের সামনে একটি হলুদ ট্যাক্সিক্যাব থেকে চারজন ছিনতাইকারী তার গাতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন তার ডান পায়ে একটি গুলি করে ৭০হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।