বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীন কর্তৃত্বপূর্ণ নির্বাচন কমিশনের আওতায়। কোনো রাজনৈতিক কর্তৃত্বপূর্ণ দলীয় সরকারের আওতায় নয়। যারা বলছে দলীয় সরকারের আওতায় নির্বাচন হবে, তারা ঘোরের মধ্যে থেকে প্রলাপ করছে মাত্র। গতকাল সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, গত সাড়ে চার বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে দেশে গত ২০ বছরেও এ উন্নয়ন হয়নি। জাতীয় উন্নয়নে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান সরকার। যা দেশ ও দেশের বাইরের আন্তর্জাতিক নেতারাও স্বীকার করেন। তিনি বলেন, তার মন্ত্রিত্ব থাকাকালীন বর্তমান অর্থবছরে বৃহত্তর নোয়াখালীর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা বাংলাদেশের আর কোনো জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। দারিদ্র্য বিমোচন ২৬ শতাংশে কমিয়ে আনা হয়েছে, যা ভারতের চেয়েও কম।
এর আগে তিনি ওই ইউনিয়নের নোয়াখালী খালের ওপর সড়ক ও জনপথ অধিদফতরের বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ (বসুরহাট)-দাগনভূঁঞা সড়কে অশ্বদিয়া সেতু নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পথসভায় অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম প্রমুখ।