বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

কওমি সনদের দাবিতে ২ নভেম্বর রাজধানীতে গণঅবস্থান

কওমি মাদ্রাসার সরকারি সনদের স্বীকৃতির দাবিতে ২ নভেম্বর রাজধানীতে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, গওহরডাঙ্গা কর্তৃপক্ষ। এ ছাড়াও একই দাবিতে আজ গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আগামীকাল শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতি রুহুল আমীন এ কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, কোনো স্বার্থান্বেষী মহলের বাধার মুখে কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি দিতে ব্যর্থ হলে সরকারকে চরম মাশুল দিতে হবে। দাবি না মানলে ঘোষিত কর্মসূচি থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আট শর্তে স্বীকৃতির দাবি : এদিকে বাংলাদেশ খাদেমুল ইসলাম জামায়াতের ঢাকা মহানগরীর নেতারা বলেছেন, দারুল উলুম দেওবন্দের আট শর্ত মেনে স্বাতন্ত্র্য ও নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিতে হবে। গতকাল সংগঠনের তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা এ দাবি জানান। মহানগর সভাপতি মাওলানা মানসুরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন এইচ এম মোতাহার উদ্দিন, মুফতি মোহাম্মদ তাসনীম, মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।

সর্বশেষ খবর