বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল

ব্যক্তি-শ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআর জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। এ ছাড়াও অনলাইনে ই-টিআইএন পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০ সংখ্যার পরিবর্তে ১২ সংখ্যার ই-টিআইএন গ্রহণে ভোগান্তি এবং কর অঞ্চল ও সার্কেল পরিবর্তনের কারণে করদাতাদের ব্যাপক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর জন্য এনবিআরকে অনুরোধ জানিয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার করদাতারা।

সর্বশেষ খবর