বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
১০১ আলেমের বিবৃতি

কওমি মাদ্রাসা রক্ষায় আলেম সমাজ ঐক্যবদ্ধ

দেশের ১০১ জন শীর্ষ আলেম এক যুক্ত বিবৃতি বলেছেন, দেশের সব উলামা-মাশায়েখ আল্লামা আহমাদ শফী ও বেফাকের অধীনে কওমি মাদরাসার অস্তিত্ব রক্ষায় সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছেন। সরকারকে অনুরোধ করব কোনো বিতর্কিত আলেমকে দিয়ে কওমি মাদরাসার শতবর্ষের ঐতিহ্য, স্বকীয়তা ও আমলি পরিবেশ নষ্ট করার কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। তারা বলেন, আল্লামা আহমাদ শফীর উপর মাতবরি করে কোনো আলেম যদি সরকারি স্বীকৃতি আদায় করতে চায়, তাকে আমরা বলব বোকার স্বর্গে বাস করছেন।

সারা দেশের আলেম তাকে মুরবি্ব মানেন। মাওলানা মাহমুদুল হাসানের দাবির ভিত্তিতে প্রশ্ন করব যদি আপনার সংশোধনী দারুল উলুম দেওবন্দের ৮ মূলনীতি অনুযায়ী হয়ে থাকে, তাহলে আল্লামা আহমাদ শফী ও বেফাকের অধীনে আসতে আপনার সমস্যা কোথায়?

সর্বশেষ খবর