বাংলাদেশে চলমান সহিংসতা থেকে শিশুদের নিরাপদ রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। গতকাল এক বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি প্যাসকেল ভিলেন্যুভি এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, 'সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় শিশুদের আক্রান্ত হওয়া এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সহিংসতায় শিশুদের ক্রমাগত ব্যবহারে ইউনিসেফ ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছে। অত্যন্ত উদ্বেগের বিষয় যে, গত কয়েক সপ্তাহে দেশজুড়ে চলা সহিংসতায় বেশ কিছু সংখ্যক শিশু নিহত ও মারাত্দকভাবে আহত হয়েছে। চলতি বছরের শুরুতে ইউনিসেফ রাজনৈতিক স্বার্থ হাসিলে শিশুদের ব্যবহার না করতে আহ্বান জানিয়েছিল। কিন্তু উদ্বেগজনকভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিশুদের রাজনৈতিক ব্যবহার বন্ধ করতেই হবে। নির্বাচনের আগে ও পরে চরম অনিশ্চিত এই সময়টিতে শিশুদের আবাসস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপদ রাখতে হবে। পৃথিবীর সব দেশেই শিশুদের রাজনৈতিক অস্থিরতার বাইরে রাখা হয়ে থাকে। বাংলাদেশেও তা করা হবে বলে আশা প্রকাশ করেন ইউনিসেফের আবাসিক প্রতিনিধি।