শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
সাংবাদিক সমাবেশে বক্তারা

শেখ হাসিনার পরিণতি এরশাদের মতো হতে পারে

স্বৈরাচার প্রতিরোধ দিবসের বিক্ষোভ-সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের গণদাবি মেনে না নিলে তাকেও এরশাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলনের হত্যাকারীকে বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে। তারা বলেন, স্বৈরাচারের সঙ্গে অাঁতাত করে সরকার গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র করছে। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের (একাংশ) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএফইউজে মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কদম ফোয়ারা ও হাইকোর্ট মোড় হয়ে পল্টন ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। আগামী শনিবার একই স্থানে বেলা ১১টায় সাংবাদিকদের সমাবেশ হবে।

সর্বশেষ খবর