শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক

সিপিবি ও বাসদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতারা বলেছেন, সংঘাতময় পরিস্থিতির মধ্যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ। জনমনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। গতকাল পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাম দল দুটির নেতারা বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেই নির্বাচনে তারা অংশ নেবে না।
সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলে সে নির্বাচন ফলপ্রসূ হবে না। সবার অংশগ্রহণভিত্তিক নির্বাচন করতে হবে। আমরা মনে করি জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, সব দল বলতে মনে করি মিনিংফুল দল। বিএনপিই নির্বাচনে মূল প্রতিপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

সর্বশেষ খবর