শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সংশোধনী

 মেজর জেনারেল আইন উদ্দিন বীর প্রতীক পিএসপি গতকাল ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনের কাঙ্ক্ষিত বাংলাদেশ কলামে প্রকাশিত তার প্রতিবেদনের সংশোধনী দিয়েছেন। তিনি জানান, '৭১ সালে পাকিস্তান আর্মিতে তদানিন্তন পূর্ব-পাকিস্তানে আমরা বাঙালি অফিসার ছিলাম মাত্র ২৮৬ জন। কুমিল্লা সেনানিবাস থেকে ২৭ মার্চ দুপুরে বাসার সামনে অফিসের হোন্ডা দাঁড় করিয়ে রেখে পেছন দিয়ে যার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম সেই শহীদ মুক্তিযোদ্ধা নায়েক আবদুল মান্নান বীর বিক্রম পদক পেয়েছিলেন, বীরশ্রেষ্ঠ নয়। এ ছাড়া ২৯ মার্চ আমরা নই, পাকিস্তান আর্মির থার্ড কমান্ডো ব্যাটালিয়ন আমাদের রেয়ার এলিমেন্ট ট্রুপকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান বিমানবাহিনীর এয়ার স্ট্রিপে শাফায়াত জামিল নয়, তার ড্রাইভার আহত হয়েছিলেন।

সর্বশেষ খবর