বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সহ-সম্পাদকদের বুনিয়াদি প্রশিক্ষণ

সহ-সম্পাদকরা একটি পত্রিকার মুকুটহীন সম্রাট ও সংবাদপত্রের নেপথ্যনায়ক। রিপোর্টাররা তথ্য সংগ্রহ করেন, লেখেন এবং সে রিপোর্টটি সাবলীল করেন সহ-সম্পাদকরা। ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত সহ-সম্পাদকদের দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার গতকাল এ কথা বলেন। পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক শাহজাহান মিঞা এবং এমআরডিআইর সিইও ফরিদ হোসেন। ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি এনায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা বক্তব্য দেন।

এতে ঢাকার জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন পত্রিকা থেকে ৬০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান।

সর্বশেষ খবর