শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

পারভিনের পরিবার পাচ্ছে ছয় লাখ টাকা

চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) বৃহস্পতিবারের ঘটনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় নিহত পারভিন আক্তারের (২২) পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ছয় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেইপিজেড কর্তৃপক্ষ। জানা যায়, বৃহস্পতিবার কেইপিজেডের জুতা কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় শুক্রবার জেলা প্রশাসক আবদুল মান্নান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে কেইপিজেডের ঘটনায় বৃহস্পতিবার রাতেই আনোয়ারা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (বন্দর) মোস্তাক আহমদ, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামে নিহত পারভিনের ঘরে গিয়ে পরিবারের আহাজারি দেখা গেছে। 

সর্বশেষ খবর