সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

মিথ্যা মামলায় মিলনের হাজিরা

মিথ্যা মামলায় মিলনের হাজিরা

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গতকাল দুপুরে একটি মামলার হাজিরা দিতে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত হোসাইনের আদালতে আসেন। মিলনকে ১ নম্বর আসামি করে ৭১ জনের নামোল্লেখসহ ৩-৪শ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন এসআই বাতেন। মামলায় বাদী নাশকতা, ত্রাস, আতঙ্ক, দাঙ্গা, অবৈধ সমাবেশ ও মিছিল, সরকারি কাজে বাধা, ইটপাটকেল নিক্ষেপ, শাবল, টেঁটা, বল্লম, বর্শা ব্যবহারের কথা উল্লেখ করেন। মিলনের পক্ষে ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট সালমা বেগম, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনসহ বিপুলসংখ্যক আইনজীবী। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বলেন, ঘটনার দিন ঢাকায় থাকা সত্ত্বেও আমাকে মিথ্যা মামলার আসামি হতে হয়েছে। এ পর্যন্ত আমাকে ৩৭টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ সময় জেলা ও কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর ১৩ অক্টোবর যুবদল নেতা দুলাল কুমিল্লা কারাগারে আটক থাকাবস্থায় কুমিল্লা হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাওয়ার প্রতিবাদে ১৯ অক্টোবর কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে হরতাল পালিত হয়। ওই রাতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নির্দেশে মিলন ঢাকায় থাকাবস্থায় কচুয়া থানায় করা ৩টি মামলার এটি একটি।

 

 

সর্বশেষ খবর