সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

বিএনপি ভাড়া করা ট্রেনে চড়ে না

রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ের কোনো ট্রেনে চড়তে পারেননি। বাংলাদেশের ট্রেন মিস করে তিনি অন্য দেশের ট্রেনে চলছেন। কিন্তু ভাড়া করা এই ট্রেনে জাতীয়তাবাদী শক্তি উঠতে পারে না। তাদের সঙ্গে জনগণ নেই। তাই সে ট্রেনে বিএনপি চড়ে না। আন্দোলনের মাধ্যমে ভাড়া করা এই ট্রেন দেশ থেকে বিতাড়িত করা হবে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শনিবার রাজশাহীর চারঘাটে এক জনসভায় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী আহমেদ এ জবাব দেন। 
সে সমাবেশে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, 'জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে তিনি এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়ে বসেছেন।' রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, 'দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের এবং স্থানীয় নেতাদের পুলিশ নানাভাবে হয়রানি করছে। বিভিন্ন স্থানে ক্রসফায়ার দেওয়া হচ্ছে, বন্দুকযুদ্ধের নামে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। রাস্তাঘাটে, রেললাইনের পাশে, নদীনালায়, আনাচে-কানাচে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। সারা দেশে নেতা-কর্মীদের নামে হামলা-মামলা হচ্ছে। যৌথবাহিনীর অভিযানের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ যৌথবাহিনী রক্ষীবাহিনীর ভূমিকা পালন করছে। আর প্রধানমন্ত্রী এখন ক্ষমতায় টিকে থাকতে ডকট্রিন অব ফোর্সের নীতি অবলম্বন করছেন।'

সর্বশেষ খবর