সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার কথা আজ

চট্টগ্রাম সেনানিবাসের সাবেক জিওসি মেজর জেনারেল এম আবুল মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার কথা আজ। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ রায় না-ও ঘোষণা হতে পারে। রায় ঘোষণার নির্ধারিত দিনের মাত্র ছয় দিন আগে মামলার বিচারক পরিবর্তন হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান রচি বাংলাদেশ প্রতিদিনকে বলেন 'আজ রায় ঘোষণার পূর্বনির্ধারিত দিন ধার্য থাকলেও সেই সম্ভাবনা খুব ক্ষীণ'। তবে মামলার অন্যতম আসামি তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম জানান, নতুন নিয়োগ পাওয়া বিচারক যদি মামলার নথিপত্র পর্যালোচনা করে রায় দিতে চান তা তিনি পারবেন। এ ছাড়া বিচারক যদি নতুন করে যুক্তিতর্ক শুনানির প্রয়োজন মনে করেন তাও করতে পারবেন। এখন বিচারক কি করবেন সেটা তার ওপরে নির্ভর করছে। 

সর্বশেষ খবর