সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সুপ্রিমকোর্ট বিচারপতি ছাড়া কারো নামের আগে \\\'জাজ\\\' নয়

সুপ্রিমকোর্টের বিচারপতি ছাড়া কারো (নিম্ন আদালত) নামের আগে 'জাজ' শব্দের ব্যবহার না করতে সার্কুলার জারির নির্দেশ কেন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, বার কাউন্সিলের মাসিক আইন পত্রিকা বাংলাদেশ লিগ্যাল ডিভিশনের (বিএলডি) সম্পাদক মো. তাহা মোল্লাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর