সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

\\\'রিজার্ভের অর্থ যাবে পদ্মা সেতুতে\\\'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছু অর্থ পদ্মা সেতুতে ব্যয় করা হবে। এ জন্য এ প্রকল্পের কার্যাদেশ প্রদানকালে যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে তা রিজার্ভ থেকে নেওয়া হবে। গতকাল সচিবালয়ে বাংলাদেশ টেঙ্টাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রপ্তানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়ছে এটা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন অর্থমন্ত্রী। সাক্ষাৎকালে বিটিএমইএ নেতারা কারখানার যন্ত্রপাতি আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাইলে মুহিত বলেন, পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রা লাগবে।

সর্বশেষ খবর