রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

যমুনা চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন

যমুনা চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন

যমুনা গ্রুপের হাত থেকে ভাওয়াল বন বাঁচাতে মানববন্ধন করেছে 'ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন' নামে একটি সংগঠন। গতকাল সকালে গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের মেইন গেটের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, গড়ের জমি দখলের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল জড়িত। তার ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বন বাঁচাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, ভাওয়াল জাতীয় উদ্যানের প্রায় ১২ হাজার একর বনভূমি দখল হয়েছে। দখলদারদের হাত থেকে দ্রুত এই জাতীয় সম্পদ রক্ষা করতে হবে সরকারকেই। তারা অভিযোগ করেন, নুরুল ইসলাম বাবুল দুজন অন্ধ ব্যক্তিকে খুন করে এবং ৪০টি অন্ধ পরিবারকে উচ্ছেদ করার মাধ্যমে ভাওয়াল বনের ১৫ একর জমি দখল করে মদের কারখানা করেছেন। এর সঙ্গে জড়িতদের বিচার করতে বক্তারা সরকারের কাছে একটি ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ইউনিট-২-এর সভাপতি অ্যাডভোকেট বাবুল হোসেন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ এস এম মুজিবুর রহমান, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব সাংবাদিক এ কে এম রিপন আনসারী, গাজীপুর জেলা উন্নয়ন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদুর রহমান বকুল, চেতনা গাজীপুরের পরিবেশবিষয়ক সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন ইউনিট-২-এর ভাইস চেয়ারম্যান ডা. এস এম কিবরিয়া ও অ্যাডভোকেট মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, ভাওয়াল গড় ইউপির মেম্বার আলফাজ উদ্দিন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. খোরশেদ আলম, যুগ্ম মহাসচিব এন এইচ আশিস খান, হাসান মাহমুদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ।

 

 

সর্বশেষ খবর