শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

ঢাবিতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

স্কুল-কলেজে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সমান সুযোগ প্রদান করে গৃহীত শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। শিক্ষা মন্ত্রণালয়ের এ প্রস্তাবকে অযৌক্তিক দাবি করে এর প্রতিবাদে সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।
 পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব খান বলেন, বাংলা ও ভাষা বিজ্ঞান বিভাগ কখনো এক হতে পারে না। চাকরির ক্ষেত্রে ভাষা বিজ্ঞানকে বাংলা বিভাগের সংরক্ষিত আসনে নিয়োগ দেওয়া অযৌক্তিক।
মানববন্ধনে পিন্টু রঞ্জন অর্ক, জয়নব শান্তু, শাকিল খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীরা দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 

সর্বশেষ খবর