শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

মেয়েকে হত্যার পর বাবাকেও হুমকি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার গৃহবধূ রিমা আক্তার (১৭) হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার করছে না পুলিশ। গতকাল নিহতের বাবা ফজর আলী অভিযোগ করে বলেন, দেড় বছর আগে রিমার সঙ্গে কবিরের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর কবির ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে। এর মধ্যে ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু কোনো ব্যবসা না করেই আবার এক লাখ টাকা দাবি করে। ওই টাকা না দেওয়ায় প্রায়ই রিমার ওপরে নির্যাতন চালানো হতো। এরই ধারাবাহিকতায় গত ৯ মে বিকালে ধলপুর লিচু বাগানের ৪৬ নম্বর বাসায় রিমাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী কবির ও তার বন্ধু সজিব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে। কিন্তু আসামিরা মামলা তুলে নেওয়ার বিভিন্ন হুমকি প্রদান করছে। এ ছাড়া সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে। গত সাত দিনেও পুলিশ তাদের ধরতে না পারায় বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে বলছে, মেয়েকে হত্যা করা হয়েছে এবার তোমাকেও হত্যা করা হবে।

মামলায় অভিযোগ করা হয়, ঘটনার দিন বিকালে রিমাকে তার স্বামী চড়-থাপ্পড় দিয়ে পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে নিয়ে আসে। এরই মধ্যে রিমার বাবা ফজর আলী আসরের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে দেখেন আসামিরা তাড়াহুড়ো করে বাসায় সামনে দিয়ে চলে যাচ্ছে। পরে তিনি বাসায় গিয়ে তালাবদ্ধ পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মেয়ের নিথর দেহ রুমের মেঝেতে পড়ে আছে।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই গোলাম আজম জানান, আসামিদের ধরতে পুলিশের পাশাপাশি র্যাব কাজ করছে।

সর্বশেষ খবর