বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

গোলাম আযমের শারীরিক অবস্থার উন্নতি

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো তার অবস্থা স্থিতিশীল নয়। গতকাল মেডিকেল বোর্ড আনুষ্ঠানিক পরীক্ষা শেষে এ তথ্য জানায়। মেডিকেল বোর্ডের নেতৃত্বে ছিলেন বিএসএমএমইউর মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডা.এবিএম আবদুল্লাহ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাম আযম খাওয়া-দাওয়া করছেন। কথাবার্তা বলছেন। বেশ ভালো আছেন। গোলাম আযমের অবস্থা ভালোর দিকে। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে।

এ ব্যাপারে অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আজমি জানান, প্রেসার আগের তুলনায় কিছুটা কমেছে।

উল্লেখ্য, প্রিজন সেলে আটক গোলাম আযমের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় মঙ্গলবার সকালে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। হৃদরোগ বিভাগের প্রধান মো. আবু সিদ্দিকের তত্ত্বাবধানে আছেন তিনি।

সর্বশেষ খবর