শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

১১ দিন পর পদ্মা-মেঘনায় মাছ ধরা শুরু

১১ দিন পর পদ্মা-মেঘনায় মাছ ধরা শুরু

মা ইলিশ রক্ষার্থে টানা ১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পুনরায় মাছ ধরতে শুরু করেছেন জেলেরা। ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। মা ইলিশ রক্ষার্থে এ সময় উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, বাগেরহাট ও সাতক্ষীরার পাশাপাশি ইলিশের বিচরণ ক্ষেত্র মুন্সিগঞ্জ ও চাঁদপুরের (মেঘনা ও পদ্মায়) বিস্তীর্ণ এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য বিভাগ।

এ সময়ের মধ্যে মাছ ধরা, জাল ফেলা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়। জেলেরা যাতে নদীতে ও সাগরে মাছ শিকার করতে না পারে সেজন্য পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠন করা হয়েছিল যৌথ টিম। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নব উদ্যোমে জেলেরা নদীতে মাছ ধরতে নামছেন।
 

 

বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৪/ রশিদা

সর্বশেষ খবর