বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

পাটজাত ব্যাগ ব্যবহার বাড়ানোর আহ্বান

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের উৎপাদন, বিপণন, ব্যবহার এবং প্রসারের লক্ষ্যে সমন্বিত প্রয়াস গ্রহণকল্পে গতকাল সকালে পরিবেশ অধিদফতরে এক সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদফতরের ডিজি মো. রইছ-উল আলম মণ্ডলের সভাপতিত্বে ও পরিচালক মুহম্মদ মউদুদ-উর রশীদ সফদারের সঞ্চালনায় সভায় পাট অধিদফতরের ডিজি ড. রাখাল চন্দ্র বর্মণ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, পলিথিনের কারণে মাটির উর্বরতা হ্রাস, নগরীর পয়ঃপ্রণালি বন্ধ এবং জলাবদ্ধতা দেখা দিচ্ছে। পরিণামে ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া বিস্তারের মাধ্যমে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর