রাজধানীর মিরপুরের ঝুট ব্যবসায়ী গিয়াসউদ্দীন মাতবর হত্যা মামলায় দোষ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তানভীর আহমেদ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই ইমানুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিকে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামান তানভীরের জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা অন্য তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মারুফ হোসেন আসামি নিহতের স্ত্রী লাভলী ইয়াসমিন লিমা, আকিবুল ইসলাম জিসান ও সাদমান ইসলামকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। আসামিদের মধ্যে তানভীর বিএল কলেজের প্রথম বর্ষ, সাদমান ইসলাম ঢাকা কমার্স কলেজের প্রথম বর্ষ ও আকিবুল ইসলাম ওরফে জিসান সরকারি বিজ্ঞান কলেজের একই বর্ষের ছাত্র।
মামলার নথি সূত্রে জানা গেছে, মিরপুরে নিজ বাসায় ১৯ অক্টোবর রাতে গিয়াসউদ্দিন (৩৭) খুন হন। মিরপুর-১০ নম্বর সেকশনের ১৫ নম্বর লেনের সি-ব্লকের ১১ নম্বর বাসার ছয় তলা ভবনের চার তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে নিহতের স্ত্রী লাভলী ইয়াসমিন লিমাকে পুলিশ আটক করে। পরে পুলিশের কাছে তানভীর জানিয়েছে, এক বছর আগে গিয়াসউদ্দিনের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় লিমার সঙ্গে পরিচয় হয় তার। এরপর দু’জনের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসের ১৫ অক্টোবর গিয়াসকে ডির্ভোস না দিয়েই লিমা বিয়ে করেন তানভীরকে। বিয়ের পর দু’জনের একসঙ্গে থাকার বাধা দূর করতে লিমার পরিকল্পনা মতে তিন বন্ধু মিলে খুন করেন গিয়াসকে।