বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
লতিফের গ্রেফতার দাবি

রবিবার ইসলামী দলের হরতাল

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় সদ্য অপসারিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল বহাল রেখেছে সম্মিলিত ইসলামী দল। জাতীয় প্রেসক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘বেঁধে দেওয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।’ এর আগে ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ইসলামী দলগুলোর এই জোট। পরে আলটিমেটাম ২২ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে হরতাল পালনের হুমকি দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফা আলটিমেটামের শেষ দিন পূর্বঘোষিত ২৬ অক্টোবর হরতাল কর্মসূচি বহাল রেখে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে তা পালনের আহ্বান জানিয়েছেন জাফরুল্লাহ খান।
 

সর্বশেষ খবর