বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁসের সেই সম্পাদক ব্র্যাডলি আর নেই

ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সেই সময়ের সম্পাদক বেন ব্র্যাডলি আর নেই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়- মঙ্গলবার ওয়াশিংটনে নিজের বাড়িতে বার্ধক্যের কারণে তিনি মৃত্যুবরণ করেন। ব্র্যাডলির বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৬৮ থেকে ’৯১ সাল পর্যন্ত ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ছিলেন ব্র্যাডলি। বলা হয়- তার নেতৃত্বেই পোস্ট যুক্তরাষ্ট্রের সবচেয়ে সমীহজাগানো সংবাদপত্রে পরিণত হয়। ’৭২ সালে নির্বাচন সামনে রেখে ওয়াশিংটনের ওয়াটারগেট ভবনে ডেমোক্র্যাট দলের কার্যালয়ে আড়িপাতার যন্ত্র বসান ক্ষমতাসীন রিপাবলিকানরা।
ফলে নির্বাচন নিয়ে ডেমোক্র্যাট দলের সব পরিকল্পনাই জানতে পারেন রিপাবলিকান নেতারা। কিন্তু এ ঘটনা ফাঁস করে দেয় ওয়াশিংটন পোস্ট। ওই ধারাবাহিক প্রতিবেদন বিশ্বজুড়ে আলোড়ন তোলে, ক্ষমতা ছাড়তে বাধ্য হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ওয়াশিংটন পোস্টের সাবেক প্রকাশক ডোনাল্ড গ্রাহাম বলেন, তার সময়ে বেন ব্র্যাডলি ছিলেন যুক্তরাষ্ট্রের সেরা সম্পাদক। আধুনিককালের সম্পাদকদের মধ্যে তিনিই এ সংবাদপত্রের ওপর সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন। বিবিসি।
 

সর্বশেষ খবর