প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও তার ছেলে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের আত্মীয় পরিচয় দিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে চাঁদাবাজি ও প্রতারণা করতে গিয়ে মতিউজ্জামান হীরা (২৫) নামের এক যুবক ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে। সে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের ছেলে ও উল্লাপাড়া উপজেলার খান সোনতলা গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে চাঁদাবাজির ১০ হাজার টাকা ও ভুয়া খাদ্যের ডিও লেটারসহ তাকে আটক করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর আটক হীরা উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম পরিচয় দিয়ে আওয়ামী লীগের সম্মেলনের জন্য ১০ হাজার টাকা দাবি করে। পর দিন হীরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নাতি ও তার ছেলে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের ভাগ্নে পরিচয় দিয়ে ওই ১০ হাজার টাকা নেওয়ার জন্য অফিসে আসে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে কথিত এমপির সঙ্গে মোবাইলে যোগাযোগ করিয়ে দেয়। এ সময় এমপি পরিচয়ধারী ব্যক্তি টাকা পুষিয়ে দেওয়ার জন্য গমের ডিও লেটার পাইয়ে দেবেন বলে লোভ দেখান। সে মোতাবেক ২০ অক্টোবর তাদের মেইলে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের অনুকূলে খাদ্যমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালকের স্বাক্ষরিত ৭০০ মেট্রিক টন গমের একটি বরাদ্দপত্র পাঠান। কিন্তু বরাদ্দপত্রটি সন্দেহ হওয়ায় এমপির সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং চক্রটিকে আটকের নির্দেশ দেন। এ অবস্থায় গতকাল দুপুরে হীরা ডিও লেটারটি নিয়ে টাকার জন্য অফিসে এলে দাবিকৃত টাকাসহ তাকে ডিবি পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত হীরা পুলিশের সামনেই সাংবাদিকদের জানান, মন্ত্রণালয় থেকে রিলিফের গম-চালের বরাদ্দ এনে দেওয়ার প্রতিশ্রুতিতে এর আগেও তারা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। তিনি আরও জানান, কামারখন্দের রসুলপুর গ্রামের হাজী আলতাফের ছেলে মুরাদুজ্জামান মূলত এমপির পরিচয় দিয়ে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছেন। সে শুধু টাকা নেওয়ার জন্যই খাদ্য নিয়ন্ত্রকের কাছে এসেছিলেন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন জানান, ১০ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানির বেশ কয়েকটি সিমসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে উল্লাপাড়ার এমপি তানভীর ইমাম জানান, আটককৃত যুবক তার কোনো আত্মীয় নয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে তিনি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবগত করেছেন বলেও জানান।