বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

লতিফ সিদ্দিকীর চিঠি নিয়ে ধূম্রজাল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে অব্যাহতি পাওয়া আবদুল লতিফ সিদ্দিকীর নোটিসের জবাব নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। লতিফ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে- নির্ধারিত তারিখের মধ্যেই কারণ দর্শানো নোটিসের জবাব দেওয়া হয়েছে। তবে দলের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ নোটিসের জবাবপ্রাপ্তির ব্যাপারে কোনো মন্তব্য না করলেও বলেছেন, ২৪ অক্টোবর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু লতিফ সিদ্দিকীর ঘনিষ্ঠজন ও তার পারিবারিক সূত্র জানিয়েছে, নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ মঙ্গলবার নোটিসের জবাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে সৈয়দ আশরাফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণালকান্তি দাস গতকাল জানান, ‘আমরা এখনো নোটিসের জবাব পাইনি। এ ব্যাপারে আমি আর কিছু জানি না।’ দলের প্রাথমিক সদস্যপদ থেকে কেন বহিষ্কার করা হবে না- সে বিষয়ে জানতে চেয়ে ১৪ অক্টোবর কারণ দর্শানোর নোটিস পাঠানো হয় লতিফ সিদ্দিকীকে। রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো ওই নোটিস লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের স্থায়ী ঠিকানায় পৌঁছায় ১৫ অক্টোবর। নোটিসে উল্লেখ ছিল- পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে জবাব দিতে হবে। সে হিসেবে নোটিসের জবাব দেওয়ার শেষ দিন ছিল গতকাল বিকাল ৫টা পর্যন্ত।
জানা গেছে, কারণ দর্শানো নোটিসের জবাব দেওয়া হোক বা না হোক, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে লতিফ সিদ্দিকীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

সর্বশেষ খবর