মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

তিউনিসিয়ায় ধর্মনিপেক্ষতার জয়

তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ধর্মনিরপেক্ষ দল নিদা টুনস জয়লাভ করেছে। গতকাল দেশটির নির্বাচন কমিশন দলটির নেতা বেজি কায়েদ ইসেবসিকে (৮৮) বিজয়ী বলে ঘোষণা করে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ইসেবসি ৫৫ দশমিক ৬৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, ইসলামপন্থি দল আন নাহদা পার্টির প্রধান ক্ষমতাসীন প্রেসিডেন্ট মনচেফ মারজুকি পেয়েছেন ৪৪ দশমিক ৩২ শতাংশ ভোট। দেশটির ইতিহাসে এই প্রথম গণতান্ত্রিকভাবে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে দেশটি শাসন করেছেন সাবেক একনায়ক জয়নাল আবদিন বেন আলী। ২০১১ সালে আরব গণজাগরণের মুখে দেশ ছেড়ে সৌদি আরব পালিয়ে যান বেন আলী। ১৯৫৬ সালের ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তিউনিসিয়া। নির্বাচন কমিশন ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। রবিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ১১ শতাংশ। অথচ গত মাসে অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ। প্রথম পর্বের নির্বাচনেও ইসেবসি জয়লাভ করেন। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় পর্বে গড়ায় নির্বাচন।
 এদিকে সর্বশেষ এ নির্বাচনের মাধ্যমে তিউনিসিয়ায় পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেও আশঙ্কা করা হচ্ছে, এর মাধ্যমে দেশটি পূর্ববর্তী শাসকের (বেন আলী) আমলে ফিরে গেল কিনা। কারণ বিজয়ী প্রার্থী ইসেবসি বেন আলী সরকারের স্পিকার ছিলেন। প্রসঙ্গত, রবিবার ভোটগ্রহণ শেষে ইসেবসি নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেন। তখন তিনি বলেন, ‘আমি এ বিজয় তিউনিসিয়ার শহীদদের উদ্দেশে উৎসর্গ করছি। এখন সবার একসঙ্গে কাজ করা উচিত।’ তার ওই ঘোষণার পর গতকাল সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হামায় বিক্ষোভ করেছে কয়েকশ যুবক। এ সময় তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তা বন্ধ করে দেয়। আম্মার গিলোফি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই সময় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তিনি জানান, বিক্ষোভকারীরা ‘পুরনো শাসনামলে আর নয়’ বলে স্লোগান দেয়। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। আল-জাজিরা।

সর্বশেষ খবর