মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

মাহবুব উল আলম চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

মাহবুব উল আলম চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

অমর একুশের প্রথম কবিতার স্রষ্টা ভাষা সংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। মাহবুব উল আলম চৌধুরী নানা বিষয়ে বিভিন্ন আঙ্গিকে বহু কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ রচনা করেছেন। ১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে আসাদ চৌধুরী পরিবারে তার জন্ম। তিনি ২০০৭ সালের ২৩ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
‘আবেগধারা’ তার ছোটবেলায় লিখিত প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া চল্লিশ এবং পঞ্চাশ দশকে ‘ইস্পাত’ এবং ‘অঙ্গীকার’ নামে তার দু’টি কাব্যগ্রন্থ কলকাতা থেকে প্রকাশিত হয়। তিনি হুমায়ুন কবিরের ভূমিকা সম্বলিত ‘দারোগা’ ও ‘আগামীকাল’ নামে দুটি নাটকও লেখেন। ১৯৪৬ সালে ‘বিষের নেশা’ নামের একটি উপন্যাসও লিখেছেন। ১৯৪৭ সালে লিখিত তার পুস্তিকা ‘বিপ্লব’ তদানীন্তন ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। তার ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ কবিতাটি পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে এবং তার নামে হুলিয়া বের হয়।

 
 

সর্বশেষ খবর