রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
পেশাজীবীদের বিবৃতি

সংকটাপন্ন অবস্থা অবসানে চাই সংলাপ সমঝোতা

শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ 'অবরুদ্ধ'। রুদ্ধ সংস্কৃতি, বিপন্ন গণতন্ত্র। এই সংকটাপন্ন পরিবেশের দ্রুত অবসান চায় জনগণ। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে বর্তমান 'সহিংস' পরিস্থিতি অপ্রত্যাশিত। এই বিভীষিকাময় অবস্থা দেশ ও জাতির জন্যও সুখকর নয়। বিরাজমান অচলাবস্থা থেকে উত্তরণের জন্য আমরা বেগম খালেদা জিয়াকে ঘিরে রাখা সরকারি অবরোধ দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সরকার যথাশীঘ্র দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতির কাছে একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। বিবৃতিতে স্বাক্ষর করেন-সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক আনোয়ার উল্লাহ্ চৌধুরী, অধ্যাপক মোস্তাহিদুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ড. খলিলুর রহমান, অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক এম আমিনুল ইসলাম, অধ্যাপক আলতাফ হোসেন, ডা. গাজী আবদুল হক, মুসলেউদ্দিন আহমেদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, কামাল উদ্দিন সবুজ, এম এ আজিজ, অধ্যাপিকা তাজমেরী এস ইসলাম, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. এ এস এম রায়হান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক ফেরদৌস হাসান, ডা. এ কে এম আজিজুল হক, ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. সিরাজুদ্দিন আহমেদ, অভিনেতা বাবুল আহমেদ, চিত্রনায়ক হেলাল খান, ছড়াকার আবু সালেহ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, এম এ মালেক, রাহিজা খানম ঝুনু, চিত্রপরিচালক হাফিজ উদ্দিন, চিত্রপরিচালক শেখ নজরুল, কণ্ঠশিল্পী ফরিদা পারভিন, বেবি নাজনিন, কনক চাঁপা, মনির খান, রিজিয়া পারভিন, রবি চৌধুরী, দিলরুবা খান, হাসান চৌধুরী, বাদশা বুলবুল প্রমুখ।

সর্বশেষ খবর