সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

পিলখানা হত্যা মামলার শুনানি শুরু

পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে। গতকাল বিচারপতি মো. শওকত হোসাইনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ শুনানি গ্রহণ করেন। এ বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও নজরুল ইসলাম তালুকদার। বিচারপতি মো. মোস্তফা জামান ইসলামের পরিবর্তে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে এই বেঞ্চের সদস্য করা হয়েছে। গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ডেথ রেফারেন্সের শুনানি শুরু করেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, আমিনুল ইসলাম ও শামীম সরকার। আদালত জানান, এ মামলার শুনানি প্রতি কার্যদিবসেই চলবে। সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ৪ জানুয়ারি রাতে পিলখানা হত্যা মামলার আপিল শুনানির জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করেন। এরপর ৫ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন।
২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেন অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রাণ হারান ৭৪ জন। পরবর্তীতে পরিবর্তন করে সীমান্তরক্ষী এই বাহিনীর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সর্বশেষ খবর