সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

'রাজনীতির অরাজনৈতিক সমাধান নতুন সমস্যা জন্ম দেবে'

গণতন্ত্র ও নিরাপত্তাবিষয়ক ফরাসি বিশ্লেষক ফ্রেডারিক গ্রে বলেছেন, গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট সব পক্ষের সংলাপে বসতে হবে। সংলাপ না করে রাজনৈতিক সমস্যার অরাজনৈতিক সমাধান হলে তা নতুন সমস্যার জন্ম দেবে। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিপস) আয়োজিত 'দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও সুশাসন পরিস্থিতি' শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধে এ কথা বলেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দক্ষিণ এশিয়া কর্মসূচির পরিচালক। গোলটেবিল বৈঠকের পর ফ্রেডারিক গ্রে বলেন, শুধু এ দেশ বলেই নয়, এ ধরনের (বাংলাদেশের মতো) সমস্যার ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা উচিত। এ ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে নির্বাচনে জয়লাভের পর বিজয়ী পক্ষ পরাজিত পক্ষের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

আর পরাজিত পক্ষকেও শ্রদ্ধাশীল থাকতে হবে বিজয়ী পক্ষের ব্যাপারে।

গোলটেবিল আলোচনার সমাপনী বক্তৃতায় বিপসের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান বলেন, বর্তমানে দেশে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, যা সংঘাতের আগের পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ ধরনের পরিস্থিতি আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে দেখা গেছে। এ ধরনের সহিংস পরিস্থিতি ধর্মীয় উগ্রবাদীদের উত্থানে মদদ জোগাবে।

সর্বশেষ খবর