সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সোনালীর জিএম মিজানকে দুদকে জিজ্ঞাসাবাদ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) এ টি এম মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান এ জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, এ টি এম মিজানুর রহমান সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে কর্মরত থাকাকালে দুর্নীতির তথ্য দুদকের কাছে আসে। এ কর্মকর্তা ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ডিজিএম পদে কর্মরত ছিলেন। এ সময় তিনি বৈদেশিক মুদ্রা বাণিজ্য কার্যক্রম দেখাশোনা করতেন। ডিজিএম হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ঋণপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে ভুয়া কাগজপত্র ও জামানতবিহীন সাত থেকে আট হাজার কোটি টাকা ঋণ প্রদান করেছেন বলে অভিযোগ রয়েছে দুদকের কাছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর