সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
রাজনৈতিক অস্থিরতার ১৩ দিন

পোলট্রি শিল্পের ক্ষতি ২৫৬ কোটি টাকা

দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলন কর্মসূচির কারণে গত ৫ জানুয়ারির পর ১৩ দিনে পোলট্রি শিল্পের প্রায় ২৫৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) নেতারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিপিআইসিসি।

এতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মসিউর রহমান, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি ফজলে রহিম খান শাহরিয়ার, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিইবি) মহাসচিব ডা. এম এম খান, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) সম্পাদক খন্দকার মনসুর হোসেন প্রমুখ।

বক্তারা আরও বলেন, গত ১৫ মাসে রাজনৈতিক অস্থিরতায় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। কিছুদিন পরপর যদি লাগাতার কর্মসূচি দেওয়া হয় তবে শুধু পোলট্রি কেন, কোনো শিল্পই টিকে থাকতে পারবে না। এই অপরিণামদর্শী রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতিকে অনিশ্চয়তার দাঁরপ্রান্তে নিয়ে এসেছে। দেশের অর্থনীতির স্বার্থে বক্তারা দ্রুত রাজনৈতিক সমস্যার সমাধানের দাবি জানান।

সর্বশেষ খবর