সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিমানের সন্দেহভাজন কর্মকর্তাদের কালো তালিকাভুক্তির সুপারিশ

সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্দেহভাজনদের কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের এ কথা জানান। কমিটি সূত্র জানায়, বৈঠকে বিমান এয়ারলাইনসের ক্ষুদ্র যন্ত্রাংশ ক্রয় নীতিমালা অনুমোদন করা হয়। কমিটি ২০১৬ সালকে জাতীয় পর্যটনের বছর হিসেবে ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর