সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সংকট মহামারী আকার ধারণ করেছে

চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, দেশের রাজনৈতিক সংকট মহামারী আকার ধারণ করেছে। জনজীবন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে নিপতিত। এ অবস্থায় রাষ্ট্রপতিকে সংকট নিরসনে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সংকট উত্তরণে কেউ উদ্যোগ না নিলে দেশ আরও ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত হবে। গতকাল বিকালে পুরানা পল্টনের কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার সভায় এ কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আমিনুল ইসলাম, আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সর্বশেষ খবর