বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জেএমবির আরও চার সদস্য কলকাতায় গ্রেফতার

বর্ধমান বিস্ফোরণ ঘটনায় আরও চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। চারজনই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বা জেএমবির সদস্য বলে জানা গেছে। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানায়, গোয়েন্দারা মঙ্গলবার রাতে ডালিম শেখ, মতিউর রহমান, হাবিবুর রহমান ও গিয়াসউদ্দিন মুন্সিকে গ্রেফতার করেন। গত বছরের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণে মৃত্যু হয় শাকিল গাজী ও সোবহান মণ্ডল নামে দুই সন্দেহভাজন জেএমবি সদস্যের। ওই বিস্ফোরণের ঘটনায় ১২ জনকে আগেই গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা ১৬। গতকালই ধৃত চারজনকে কলকাতার ব্যঙ্কশাল আদালতে তোলা হয়। এনআইএ সূত্রে খবর, ধৃত জঙ্গিরা মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান জেলার একাধিক জায়গায় জিহাদি প্রশিক্ষণ, বিস্ফোরক তৈরির কাজে যুক্ত ছিলেন। ডালিম শেখ জেএমবি জঙ্গিদের গোপন বাসস্থানের ব্যবস্থা করে দিতেন, জঙ্গি মডিউল চালাতে টাকা তুলতেন।
 

সর্বশেষ খবর