শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
জাতিসংঘের সামনে মানববন্ধন

বিএনপি-জামায়াত শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করুন

হরতাল-অবরোধের নামে বাংলাদেশে পেট্রলবোমা হামলায় নিরীহ নারী, শিশুকে হত্যা এবং রেল লাইন উপড়ে ফেলে যাত্রীদের হতাহত করাসহ পুলিশের ওপর হামলার জন্য দায়ী বিএনপি-জামায়াত-শিবিরকে অবিলম্বে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার আহ্বানে গত সোমবার জাতিসংঘের সামনে প্রবাসী বাঙালিরা মানববন্ধন করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয় স্মরণকালের ভয়াবহতম তুষারঝড়ের মধ্যে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। এ দৃশ্য আশপাশের ভিনদেশি এবং জাতিসংঘ ভবনের কর্মকর্তাদের কৌতূহল বাড়িয়ে দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কেন তারা মানববন্ধন করছেন তা জানতে চান সবাই। কূটনীতিকরা বিস্ময় প্রকাশ করেন, গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল কীভাবে নিরীহ মানুষের ওপর পেট্রলবোমা হামলা চালায়। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গণতন্ত্রের জন্য সহায়ক নয়। এনআরবি নিউজ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বসারত আলী এবং মো. লুৎফুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আবদুর রহিম বাদশা প্রমুখ।

সমাবেশ শেষে নেতারা জাতিসংঘে স্মারকলিপি প্রদান করেন ও অবিলম্বে খালেদা জিয়াকে নিরীহ জনগণকে পুড়িয়ে মারার জন্য বিচারের কাঠগড়ায় আনার আবেদন জানান।

সর্বশেষ খবর