শিরোনাম
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

কেউ কথা শুনতে চান না : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছি- দেশের মানুষের কল্যাণে, দেশে শান্তি স্থাপনে যার সঙ্গে প্রয়োজন আলোচনা করুন। একজন বিরোধী দলের নেত্রীর কাছে দাবি করেছি, হরতাল-অবরোধ প্রত্যাহার বা স্থগিত করে সবাইকে নিয়ে নতুন আন্দোলনের কলাকৌশল ঠিক করুন। কিন্তু কেউ কথা শুনতে চান না। মতিঝিলের ফুটপাতে চলমান অবস্থান কর্মসূচির ২০তম দিন গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বিবৃতিতে আরও বলেন, আমার স্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেননি। আবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূতরা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে পারেন আর দেশের নাগরিকরা পারবেন না, এটা কেমন কথা? তাহলে কি খালেদা জিয়া গৃহবন্দী?

সর্বশেষ খবর