শিরোনাম
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

নাশকতা বন্ধে বিশিষ্ট নাগরিকদের আহবান

দেশে রাজনৈতিক কর্মসূচির নামে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা বন্ধে ২০-দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ১৮ নাগরিক। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যা, শিক্ষা জীবন ধ্বংস ও দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে গুঁড়িয়ে দিয়ে কখনো দেশের কল্যাণ করা যায় না। তারা অবিলম্বে ২০-দলীয় জোটকে এসব অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা সংবিধান স্বীকৃত পন্থায় মতামত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনেরও আহ্বান জানান।

আহ্বানকারীরা হলেন- কামাল লোহানী, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ, সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, অধ্যাপক পান্না কায়সার, ডা. সারোয়ার আলী, আবেদ খান, সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, গোলাম কুদ্দুছ, অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও অ্যারমা দত্ত।
 

সর্বশেষ খবর