মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫ ০০:০০ টা

গাড়িচালক নাছিরের নেতৃত্বে কর কর্মকর্তা তাহের খুন!

গাড়িচালক নাছিরের নেতৃত্বে কর কর্মকর্তা তাহের খুন!

রাজধানীর রামপুরায় অবসরপ্রাপ্ত কর কমিশনার আবু তাহেরকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন আবু তাহেরের চাকরিচ্যুত গাড়িচালক নাছির (২৯) ও তার সহযোগী রাসেল (২২)। গত রবিবার রাতে রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত ২ মার্চ ভোরে পূর্ব রামপুরার টিভি গেট এলাকায় আবু তাহেরের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। অন্তত আটজন ডাকাত তিনতলা ওই বাসার লোকজনের হাত-পা বেঁধে ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৪৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতার হওয়া দুজনকে হাজির করা হয়। এ সময় ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া নাছিরই আবু তাহেরের বাসায় ডাকাতির ‘হোতা’। নয় মাস ধরে আবু তাহেরের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করছিলেন নাছির। হরতাল-অবরোধে নাছির গাড়ি চালাতে না চাইলে এ নিয়ে আবু তাহেরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে নাছিরকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত করার পর আবু তাহের তাকে পাওনা বেতন বাবদ একটি চেক দেন। কিন্তু নাছির চেক নিতে অস্বীকৃতি জানিয়ে নগদ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। এসব কারণে নাছির ‘প্রতিশোধ নিতে’ ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকতে পারেন বলে তিনি ধারণা করছেন। মনিরুল ইসলাম জানান, ডাকাতরা আবু তাহেরের মুখ কাপড় দিয়ে বেঁধে হাত ও পায়ের রগ কেটে দিয়েছিল। ঘটনায় জড়িত নাছির ও তার সহযোগী রাসেলকে জিজ্ঞাসাবাদ করে ডাকাতির ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।

 

সর্বশেষ খবর