মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ব্যাংকে অলস টাকা সাড়ে তিন হাজার কোটি!

দেশে ব্যাংক খাতে বর্তমানে অলস অর্থের পরিমাণ তিন হাজার ৩৬৪ কোটি টাকা। নীতিমালা আন্তর্জাতিক মানে উন্নীত করায় বর্তমানে ব্যাংকগুলোকে আগের তুলনায় অধিক হারে প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। এতে অলস অর্থের পরিমাণও কমেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ব্যাংকগুলোর কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা ছিল ১৮ হাজার ৬১০ কোটি টাকা।
যা ২০১৪ সালে ২ হাজার ৬৫৬ কোটি টাকা বেড়ে ২১ হাজার ২৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিধিবদ্ধ তারল্য সংরক্ষণের পর উদ্বৃত্ত তারল্য সরকারি সিকিউরিটিজ বিনিয়োগ করা হয়েছে। কলমানি মার্কেটে সুদের হার দীর্ঘদিন ধরে ৭ শতাংশের কাছাকাছি অবস্থান করছে। ফলে কলমানি মার্কেট স্থিতিশীল রয়েছে। বাজারে পর্যাপ্ত তারল্য থাকায় আগের মতো কলমানি মার্কেটে সুদহারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে না।
 

সর্বশেষ খবর