সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা
ভূমি অফিসে আগুন অব্যাহত

নেত্রকোনায় ট্রাকে পেট্রল বোমা, ঢাকায় ককটেল

দেশের বিভিন্ন স্থানে ভূমি অফিসে আগুন দেওয়া অব্যাহত রয়েছে। গতকালও ভোলার দৌলতখানে ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে নেত্রকোনার দুর্গাপুরে নুড়িবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়ে এর সামনের অংশ ভস্মীভূত করা হয়েছে। এ ছাড়া নাটোরে সরকারি জেলা গণগ্রন্থাগারে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। রাজধানীতে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলের স্পি­ন্টারে একজন আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধে শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে। সারা দেশে এসব ঘটনায় আহত হয়েছেন ২০ জন। অভিযান চালিয়ে যৌথবাহিনী গ্রেফতার করেছে শতাধিক ব্যক্তিকে। ঢাকার পরিস্থিতি : রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে মহানগর জেনারেল হাসপাতালের সামনে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মিজানুর রহমান নামে এক মোটর-মেকানিক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি। বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টন এলাকায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। এতে হানিফ মুন্সী নামে এক দোকান কর্মচারী আহত হন। আহত হানিফ মুন্সীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারা দেশ থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ভোলা : জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকার উত্তর জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে শনিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ভূমি অফিসের পেছনের বেড়ায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে সটকে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শুকনাকুড়ি এলাকায় গতকাল রাত ১০টার দিকে হরতাল সমর্থকরা ময়মনসিংহগামী একটি নুড়িবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকটির সামনের অংশ ভস্মীভূত হয়েছে। নাটোর : জেলা সরকারি গণগ্রন্থাগারে ভোরে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। টাঙ্গাইল, শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গণগ্রেফতার : নাশকতায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী, র‌্যাব ও পুলিশ।

সর্বশেষ খবর